জাইলো গাড়িতে করে গরু পাচার করতে গিয়ে গোচরন থেকে ধৃত চার,উদ্ধার দুটি গরু ও আগ্নেয়াস্ত্র

0
104

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : লোকসভা ভোটের আগে জয়নগর থানা এলাকার বিভিন্ন রাস্তায় চেকিং করছে পুলিশ। বুধবার রাতে জয়নগর থানার পুলিশের চোখ এড়িয়ে শীততাপ নিয়ন্ত্রিত একটি জাইলো গাড়ি কলকাতার দিকে চলে যায়। ডিউটি রত পুলিশের তখন নজরে আসে ঐ গাড়ির ভেতরে দুটি গরু আছে।আর তখনই জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্য ও তাঁর টিম ঐ গরুর গাড়িটিকে ধাওয়া করে গোচরন এলাকা থেকে জাইলো গাড়ি সহ দুটি গরুকে উদ্ধার করে।আর গাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।আর তখনই গ্রেফতার করা হয় গাড়িতে থাকা চারজন যুবককে।ধৃত চার জন হল নাজিমুল খান,বাড়ি মগরাহাট থানা এলাকাশ,সেখ রফিকুল, বাড়ি মহেশতলা থানা এলাকায়, ইসমাইল সেখ, বাড়ি কুলপি থানা এলাকায় এবং মাসদুর রহমান লস্কর, বাড়ি মগরাহাট থানা এলাকায়।ধৃতদের বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।এই গরু গুলোকে কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কে কে এই গরু পাচারের সাথে যুক্ত ছিলো তা জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here