পরপর ম্যাচ হচ্ছে। কখনও হোম, কখনও অ্যাওয়ে। যা নিয়ে বিরক্ত বেশ অ্যান্তোনিও লোপেজ হাবাস। ছন্দে থাকা মোহনবাগানের সমস্যা, শুধুমাত্র ক্লান্তি। পাঁচ দিনে দু’টি ম্যাচ খেলে ক্লান্ত তারা। তবে ঘরের মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে কসুর করবে না সবুজ মেরুন ব্রিগেড। যুবভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গতবারের কাপ চ্যাম্পিয়নরা আপাতত রয়েছে তিন নম্বরে। নর্থ ইস্টকে হারাতে পারলেই প্রথম দুয়ে চলে আসার সুযোগ রয়েছে। তবে লিগ টেবিলে তাদের চেয়ে চার ধাপ নীচে থাকলেও নর্থইস্টকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘নর্থইস্টের বিরুদ্ধেও আমাদের লক্ষ্য একই, তিন পয়েন্ট অর্জন করা। তিন দিন আগেই গোয়ায় সম্পুর্ণ অন্য আবহাওয়ায় ম্যাচ খেলে, সেখান থেকে ফিরে এসে এই ম্যাচে নামতে হচ্ছে আমাদের। কাজটা কঠিন। তবে কোনও অজুহাত দেব না। আমাদের ম্যাচটা খেলতে হবে।’ জনি কাউকোকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ বলেন, ‘একশো শতাংশ ফিট। ও ১২ মাস ফুটবল খেলেনি জনি। ও একজন পেশাদার ফুটবলার, আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাও ওর আছে। আমাদের খেলোয়াড়দের যথাসম্ভব দ্রুত চাঙ্গা হয়ে উঠতে হবে।