কোন কাজটা গোপনে করবেন কাঞ্চন-শ্রীময়ী

0
150

খুব শীঘ্রই কাঞ্চন মল্লিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আগেই সেরে ফেলেছেন আইনি বিয়ে। এবার আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের পালা। স্বাভাবিকভাবেই কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া। শুভেচ্ছার থেকেও বেশি ভেসে আসছে কটাক্ষই। এবার সর্বসমক্ষেই জবাব দিলেন অভিনেত্রী। ফেসবুকে ধারাবাহিকের সহ-অভিনেত্রীদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে লিখলেন, ‘লোকে কী বলল তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমরা কী করলাম তা নিয়ে মাথা ব্যাথা হচ্ছে আপনাদের। আমাদের নিয়ে বেশি চিন্তিত হবেন না। তাহলে অকালে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। তারথেকে বরং নিজেদের সঙ্গীকে নিয়ে ভাবুন’। প্রসঙ্গত গোপনে রেজিস্ট্রি সেরেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। আগামী ৬ মার্চও কোনও মিডিয়ার অনুপস্থিতিতেই গোপনে সাত পাক ঘুরবেন তারকা-জুটি। সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা কোনও মিডিয়াকে আমন্ত্রণ করছি না। আমরা দুঃখিত, কাঞ্চন কঠোরভাবে না বলে দিয়েছে’। বলাবাহুল্য, গত ১৪ ফেব্রুয়ারি গোপনে আইনি বিবাহ সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এখন অনুরাগীরা চেয়ে রয়েছেন আগামী ৬ মার্চের দিকে। ওইদিন আনুষ্ঠানিকভাবে বিয়ের আসর বসবে তারকা জুটির। সেই দিনও পুরো বিষয়টা গোপনেই রাখতে চান তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here