Wednesday, April 9, 2025
spot_img

কৃষকদের ডিজিটাল পরিচিতি

নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২৫

সরকার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ডিজিটাল কৃষি মিশনের সূচনা করেছে। এ বাবদ বরাদ্দ হয়েছে ২ হাজার ৮১৭ কোটি টাকা। এই কর্মসূচির লক্ষ্য হ’ল – কৃষি ক্ষেত্রে এগ্রিস্ট্যাক – এর মতো ডিজিটাল জনপরিকাঠামো নির্মাণ এবং জমির উর্বরতা সংক্রান্ত সার্বিক মানচিত্রায়ন। এর ফলে, কৃষি ক্ষেত্রে ডিজিটাল পরিমণ্ডল জোরদার হবে। কৃষক-কেন্দ্রিক ডিজিটাল সমাধান এবং সময় অনুযায়ী, শস্য সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়াও অনেক সহজ হবে। এই ডিজিটাল কাঠামোর মধ্যে ভূ-স্থানিক গ্রাম মানচিত্রায়ন, বীজ বপন সংক্রান্ত তথ্যাদি এবং কৃষকদের নিবন্ধন সংক্রান্ত খবরাখবর থাকছে।
২০২৬-২৭ সাল নাগাদ ১১ কোটি কৃষকের ডিজিটাল পরিচয় তৈরি করে সারা দেশ জুড়ে শস্য সর্বেক্ষণের কাজ করতে চায় সরকার। ২৮ মার্চ, ২০২৫ পর্যন্ত ৪ কোটি ৮৫ লক্ষ ৫৭ হাজার ২৪৬ জন কৃষকের ডিজিটাল পরিচয়পত্র তৈরি হয়েছে। ২০২৪ খরিফ মরশুমে ৪৩৬টি জেলায় ডিজিটাল শস্য সর্বেক্ষণের কাজ হয়েছে। ২০২৪-২৫ এর রবি মরশুমে ৪৬১টি জেলার ২৩.৯ কোটি খামার এসেছে এর আওতায়।
কর্মসূচির সময়ানুগ রূপায়ণের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা দিচ্ছে কেন্দ্র। প্রয়োজনীয় সফট্‌ওয়্যার, আধিকারিকদের প্রশিক্ষণ, প্রকল্প নজরদারি কেন্দ্র গড়ে তোলায় প্রয়োজনীয় কর্মী, ক্লাউড পরিকাঠামো সহ নানাধরনের ব্যবস্থা করা হচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles