Monday, December 23, 2024
spot_img

কালীঘাট স্কাই ওয়াকে ব্যয় ১১২ কোটি, এপ্রিলে কাজ শেষ

নিজস্ব প্রতিনিধি  :   কালীঘাট  স্কাই ওয়াকের জন্য রাজ্যের কোষাগার থেকে ব্যয় হল ১১২ কোটি টাকা।  চলতি বছরের এপ্রিলের মধ্যেই কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষ হবে। কাজ শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। সূত্রে খবর,  নতুন পয়লা বৈশাখে স্কাইওয়াক ব্যবহার করতে পারবেন দর্শনার্থীরা। কেন নির্মাণ কাজে সওয়া দু’বছর সময় লাগলো?  সূত্রের খবর, এক নম্বর কারণ,  কালীঘাটের মতো ঘিঞ্জি এলাকা। আর দু’নম্বর কারণ, ব্রিটিশ আমলের পরিস্রুত পানীয় জলের পাইপ লাইন, নিকাশি পাইপ অক্ষত রেখে সংস্কারের কাজ দ্রুত শেষ করা বেশ কঠিন ছিল। মহানাগরিক ফিরহাদ হাকিম জানান,  কেউ কেউ বলছে,  কালীঘাট স্কাই ওয়াকের সব কাজ রিলায়েন্স করছে। এটা ঠিক নয়। মূল কাজ রাজ্য সরকারের পূর্ত দফতরই করছে। 


এদিকে সূত্রে খবর,  কেবলমাত্র কালীঘাটে পরিকাঠামো তৈরির জন্যই ১৮ কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকার আর স্কাই ওয়াকের জন্য সবমিলিয়ে প্রায় ১১২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। মহানাগরিক হিসাব দিয়ে বলেন, এপর্যন্ত ৫০ কোটি টাকা রাজ্য সরকার ব্যয় করে ফেলেছে। আর চলতি বছরের এপ্রিলে স্কাই ওয়াকের কাজ শেষ হবে। তার আগেই বাকি টাকা দিয়ে দেওয়া হবে। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles