কলকাতায় ৫ তম জাতীয় যুব সংসদ উৎসব

0
129

নেহরু যুব কেন্দ্র, কলকাতা দক্ষিণ, পশ্চিমবঙ্গ ২২ এবং ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ তারিখে নেহরু যুব কেন্দ্র সংগঠন, রাজ্য অফিস কলকাতার কনফারেন্স হলে ৫ তম জাতীয় যুব সংসদ উৎসব (NYPF) এর অধীনে জেলা স্তরের যুব সংসদ (নোডাল স্তর) আয়োজন করেছিল। এই NYPF প্রোগ্রামের উদ্দেশ্য হল যুব সংসদে আলোচনার মাধ্যমে তরুণদের কণ্ঠস্বর শোনা। ১২টি জেলার মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রায় ১০২ জন অংশগ্রহণকারী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মূল্যায়ন করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন পাঁচজন বিচারকের প্যানেল উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামের অধীনে, পশ্চিমবঙ্গের জেলা স্তরে প্রথম এবং দ্বিতীয় বিজয়ী ধারীরা রাজ্য স্তরের যুব সংসদ প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here