Wednesday, January 22, 2025
spot_img

কলকাতাতেই আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান স্টিম্যাচ

কলকাতার মতো ফুটবলে জনসমর্থন আর কোথায়! তাই ইগর স্টিম্যাচের প্রথম পছন্দই কলকাতা। কলকাতায় ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের কুয়েত ম্যাচ খেলতে চান ইগর স্টিমাচ। কলকাতায় এসে তাই সময় নষ্ট করলেন না। বৈঠক সেরে ফেললেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে। যে আলোচনায় ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ঘরের খেলা আছে ভারতের। সেই ম্যাচে জনসমর্থন পেতেই কলকাতাতে ম্যাচ খেলতে আগ্রহী স্টিম্যাচ। এর আগে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ড কলকাতায় খেলেছিল স্টিম্যাচের ভারত। তখন সমর্থন পাওয়ায়, সেইসঙ্গে সাফল্য পাওয়ায় কলকাতাতেই এই ম্যাচ খেলতে আগ্রহী। গ্রুপ এ’তে ভারত রয়েছে তিন নম্বরে। কাতার ও কুয়েতের পরেই রয়েছে সুনীলরা। তবে কুয়েত ও ভারত দু’দলই একটা করে ম্যাচ জিতেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles