কবে শুরু এবারের আইপিএল ?

0
149

টানা আইপিএলের উত্তেজনা এবার আর থাকছে না। কারণ বাধা লোকসভা নির্বাচন। ভোটকে মাথায় রেখেই দু’পর্বে আইপিএল করার ভাবনাচিন্তা চলছে বিসিসিআইয়ের। তবে কোনওভাবেই ভারতের বাইরে টুর্নামেন্ট নিয়ে যেতে চান না তাঁরা। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, ‘আমরা ২২ মার্চ থেকেই টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়েই এগোচ্ছি। ভোটের সময়সূচি সম্পর্কে ভারতের নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় রয়েছি আমরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সেই মত আমরা সূচি ঘোষণা করব। কারণ কোন রাজ্য ভোটের জন্য কীভাবে খেলার আয়োজন করবে, সেগুলো আলোচনা সাপেক্ষ।’ তবে এবার পূর্ণাঙ্গ সূচি প্রথমেই প্রকাশিত হবে না। প্রথম ১৫ দিনের সূচি আগে তৈরি হবে। সেই অনুযায়ী শুরু হবে আইপিএল। এরপর লোকসভা নির্বাচনের দিনক্ষণ দেখে নিয়ে বাকি টুর্নামেন্ট করার ভাবনাচিন্তাই করছে কর্তৃপক্ষ। নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিলে। সেক্ষেত্রে যে রাজ্যে যে সময়ে ভোট থাকবে না, সেই অনুযায়ী সূচি ঠিক হতে পারে। তবে সব দল এবার হোম গ্রাউন্ডের সুবিধে নাও পেতে পারেন। পরিস্থিতি অনুযায়ীই হবে বাকি সূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here