Wednesday, January 22, 2025
spot_img

এবার বর্জ্য বহন করবে পরিবেশ বান্ধব টোটো সুন্দরবনে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : এবার বর্জ্য বহন করবে পরিবেশ বান্ধব টোটো সুন্দরবনে। এবার থেকে টোটোতেও বহন করা হবে বর্জ্য পদার্থ। সুন্দরবনের মথুরাপুর-২ ব্লকের ১১ টি অঞ্চলেই সেজন্য জায়গা দেখার কাজ শেষ হয়ে গেছে।আর এই কাজ শেষ হলে সমগ্র ব্লক হয়ে উঠবে বর্জ্য পদার্থ মুক্ত ব্লক।আর ব্লক প্রশাসনের এই ধরনের পদক্ষেপ এলাকায় সাড়া ফেলে দিয়েছে। এর মাধ্যমে জোর দেওয়া হয়েছে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনাপনার উপর।টোটো গাড়িতে করে বর্জ্য পদার্থ গুলি সংগ্রহ করে প্রথমে সে গুলিকে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট জায়গায়। এরপর সেগুলিকে বাছাই করা হবে। একেবারে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলিকে পুড়িয়ে ফেলা হবে।মূলত দূষণমুক্ত ও নির্মল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এই কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে আসা হয়েছে। নির্মল ভারত অভিযান কর্মসূচির অধীনে এই কাজ করা হচছে। পরিবেশকে বর্জ্য মুক্ত রাখার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে নির্দিষ্ট কতগুলি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা, বাড়িতে পচনশীল ও অপচনশীল আবর্জনাকে রাখার জন্য আলাদা পাত্র ব্যবহার করা। এলাকাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই প্রকল্প সফল হলে এই ব্লক জেলার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখ যোগ্য ব্লক হয়ে উঠবে।এ ব্যাপারে মথুরাপুর ২ নং বিডিও নাজির হোসেন বলেন, ব্লকের ১১ টি অঞ্চলে ইতিমধ্যে পরিবেশ বান্ধব বর্জ্য বহনকারী টোটো তুলে দেওয়া হয়েছে।দিঘীরপাড় বকুলতলার নিদিষ্ট জায়গায় এই বর্জ্য পৃথকীকরণ ও নিস্কাশনের কাজ গুলি হবে।ভোটের পরে কাজ শুরু হবে।আমরা চাই বর্জ্যমুক্ত ব্লক গড়ে তুলতে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles