Home General আলিপুর কোর্টের যেই ঘরে বিপ্লবীদের বিচার

আলিপুর কোর্টের যেই ঘরে বিপ্লবীদের বিচার

0

আলিপুর কোর্টের যেই ঘরে বিপ্লবীদের বিচার হতো সেই ঘরে অরবিন্দ মিউজিয়াম হিসেবে সব নথি এবং বিপ্লবীদের থেকে পাওয়া জিনিসগুলি প্রদর্শন করা রয়েছে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস এর সাথে সাথে ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিন সেই উপলক্ষে আলিপুর কোর্টের এই ঘরটিতেই সকল বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন চেতলা হিন্দ সংঘের দুই সদস্য অভ্র নাথ পাল ও শ্রিদ্বিপ রায় এবং সংঘের অন্যতম উপদেষ্টা হাইকোর্টের উকিল তথা এই সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সদস্য কমল বন্দ্যোপাধ্যায়। এই সংঘ প্রতিষ্ঠিত হয় নেতাজির আদর্শে ১৯৪৫ সালে স্বাধীনতার দু বছর আগেই। এছাড়াও এদিন সংঘ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন এলাকার এক প্রবীণা মালা মুখার্জি, সংঘের পতাকা উত্তোলন করেন সহ-সভাপতি সমীর দে, উপস্থিত ছিলেন যুব সদস্যরাও। এছাড়াও সদস্যরা মিলে নতুন জীবন নামক এক সংস্থার সাথে হাত মিলিয়ে রেডলাইট এলাকা শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version