আর জি কর কান্ডের প্রতিবাদে সুন্দরবনের মৈপীঠে নারী ও ছাত্র সমাজের প্রতিবাদ মিছিল

0
104


উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : আর জি কর কান্ডের একমাস পেরিয়ে গেল অথচ এখনো সঠিক বিচার পাওয়া গেল না। আর তাই আর জি কর কাণ্ড নিয়ে ৮ সেপ্টেম্বর বিকালে সুন্দরবনের কুলতলির মৈপীঠে নারী ও ছাত্র সমাজের উদ্যোগে সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিল হয়ে গেল। এদিন সাইকেল নিয়ে এই  প্রতিবাদ  মিছিল থেকে দাবি ওঠে, তিলোত্তমার সুবিচার চাই। এদিন দেবীপুর শ্রী দুর্গা বোর্ডিং বাজার  থেকে  প্রতিবাদ মিছিল শুরু হয়ে মৈপীঠ পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলে বহু ছাত্র এবং মহিলারা অংশ নেন। এদিন মিছিল থেকে দাবী ওঠে এখনই সব অপরাধীকে গ্রেফতার করা না হলে আগামী দিনে সুন্দরবন জুড়ে ছাত্রছাত্রী এবং মহিলারা আরও বৃহওর  আন্দোলনে নামবে।এবং আগামীদিনে থানা ঘেরাও ও করতে ও তাঁরা পিছুপা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here