আরসিবির জয় অধরা, মুস্তাফিজুরের বোলিংয়ে জয় চেন্নাইয়ের

0
76

সিএসকে বনাম আরসিবি। ধোনি বনাম বিরাট। এইসব ছাপিয়েই বল হাতে জ্বলে উঠলেন টাইগার পেসার। সিএসকেতে এবার সুযোগ পেয়েছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। বল হাতে একাই কাঁপুনি ধরালেন ডু’প্লেসিদের। ৪ ওভারে পেলেন ৪ উইকেট। তিনি ম্যাচের সেরা হলেন, দলকেও জেতালেন। তাতে চিপকের মাঠে জয়ের ধারা বজায় রাখল চেন্নাই সুপার কিংস। ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেল রুতুরাজের নেতৃত্বে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৭৩ রান। ৭৮ রানে ৫ উইকেট হারানোর পর দীনেশ কার্তিক ও অনুজ রাউতের জুটিতে শেষপর্যন্ত তোলে ১৭৩। কার্তিক ৩৮ রানে অপরাজিত ও অনুজ ৪৮ করেন। জুটিতে ওঠে ৯৫ রান। বিরাট প্রত্যাবর্তনের ম্যাচে ২০ বলে ২১ রানে আউট হন। ডু’প্লেসি করেন ৩৫। ম্যাক্সওয়েল, রজত পাতিদার জোড়া শূন্য করায় চাপ বেড়ে যায়। যা সামাল দেন কার্তিকরা। জবাবে ব্যাট হাতে মাহির ঝলক দেখার সুযোগ দেননি শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা জুটি। দুবে ৩৪ ও জাদেজা ২৫ রানে অপরাজিত থাকেন। জুটিতে ওঠে ৬৬ রান। এর আগে ১১০ রানে ৪ উইকেট হারায় সিএসকে। মাহি এদিন একটি ক্যাচ ও একটি রান আউট করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here