আরও এক সচিনের উত্থান। সেইসঙ্গে উদয়ের পার্টনারশিপ। খাদের কিনারা থেকেই ভারতকে পৌঁছে দেন ফাইনালের বন্দরে। তাতেই মন ছুঁয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মন ভরেই প্রশংসা করলেন সমাজমাধ্যমে। তিনি লেখেন, ‘৩২ রানে ৪ উইকেট থেকে কী দুরন্ত জয়.. তরুণ ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্স.. এই দক্ষিণ আফ্রিকা দলেও কিছু ভাল প্রতিভা রয়েছে।’ অপরাজিত হয়েই দাদারাও উঠেছিল বিশ্বকাপ ফাইনালে, এবার ভাইয়েরাও সেই পথই অনুসরণ করল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত। এর আগে পাঁচবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় টিম। এ নিয়ে টানা পাঁচবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল টিম। এ বারও ট্রফি জেতার অন্যতম দাবিদার। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ বল বাকি থাকতে জিতে যায় ভারত। তবে একটা সময় ভারতের ৩২ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে সচিন ধাস ও উদয় সাহরনের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। অধিনায়ক উদয় সাহরনের সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ১৭১ রান যোগ করেন সচিন। সচিন ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯৫ বলে ৯৬ করে আউট হন তিনি। আর ১২৪ বলে ৮১ করে আউট হন অধিনায়ক উদয়।