Monday, December 23, 2024
spot_img

আমি মাঝে মাঝে আসব না। সব সময় আসব, এক মাসের মধ্যে হেল্পলাইন চালু করব যাদবপুর লোকসভায়, বারুইপুরে বললেন সায়নি 

জাহেদ মিস্ত্রী, বারুইপুর: নির্বাচনে জয়লাভের পরই বারুইপুর পশ্চিমে কর্মী সমর্থকদের সাথে দেখা করে তাদেরকে ধন্যবাদ জানাতে বারুইপুরে এলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর রবীন্দ্র ভবনে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কয়েকদিন ছুটি তারপর আবার লড়াইয়ে নেমে পড়তে হবে।

একটা নির্বাচন শেষ। আর একটা নির্বাচন আসছে। অনেকের অসুবিধা হবে কিন্তু আমি ছাড়ব না। দল কে আগে দেখতে হবে। সায়নী বলেন, পুরসভার থেকে আমার আশা ছিল অনেক লিডের। কিন্তু তা পূরণ হয়নি।আমি নিজে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাব, প্রত্যেকটা ওয়ার্ডে যাব, যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেখানে আমি নিজে গিয়ে স্কুটিনি করব, আগামী নির্বাচনে আরো ভালো ফল করতে হবে।একমাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু হবে। যেখানে মানুষ অফিসে সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যা জানাতে পারবেন। পাশাপাশি, পুরসভার যে সব ওয়ার্ডে মাইনাস হয়েছে সেখানে আমি নিজে কাজ করব। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর রবীন্দ্রভবনে এসে এমনই বললেন সদ্য নির্বাচিত যাদবপুর লোকসভার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ।

    আমি মাঝে মাঝে আসব না। সব সময়ই আসব।২০২৬ এর বিধানসভা নির্বাচন। সায়নী এক প্রকার তার ঘন্টা বাজিয়ে দিলেন।

     বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আত্মঅহংকারের জন্য আমাদের লিড কমেছে।

 এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles