আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ান শিপে চ্যাম্পিয়ান হয়ে বাড়ি ফিরলো সুন্দরবনের গরীব মেধাবী ছাত্রী আরিশা সেখ

0
428

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী আন্তর্জাতিক ময়দানে চাম্পিয়ান হয়ে বাড়ি ফিরলো, খুশি এলাকার মানুষ।দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর থানার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী অরিশা শেখ নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বুধবার।এদিন সকালে মথুরাপুর স্টেশনে নেমে সোজা কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে চলে আসে সে । ছাত্রীটি দরিদ্র পরিবারের।মথুরাপুর থানার কৃষ্ণ চন্দ্রপুর পঞ্চায়েতের বড়াঁশি গ্রামে বাড়ি তাঁর। বাবা পেশায় ভ্যান চালক। দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মত অর্থ নেই। বাবা কোনমতে দারিদ্র্যের সংসারে দিন গুজরান করে।তবু ও এত কষ্টের মধ্যে নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে সে।নেপালে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে মোট ৫৪৬ জন প্রতিযোগী ভারত নেপাল বাংলাদেশ শ্রীলংকা পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে অংশ নেয়। ধাপে ধাপে এগিয়ে অরিষা প্রথম স্থান অধিকার করে। বর্তমানে সে ক্যারাটে ব্রাউন বেল্ট অর্জন করেছে। এদিন বাড়ি ফিরে অরিসার বলে, আমি জীবনে বড় হতে চাই। মা-বাবার দুঃখ বোঝাতে চাই। পড়াশোনাতে ও এগিয়ে যেতে চাই।আর এই সাফল্যের পরিসীমায় পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছাত্রছাত্রীর প্রতিভাকে বিকশিত করার জন্য তিনি সর্বদা ছাত্র ছাএীদের পাশে দাঁড়ান এই ভাবে। আর অষ্টম শ্রেণির ছাত্রী অরিশা শেখের এই সাফল্যে স্কুলের পাশাপাশি গর্বিত ও আনন্দিত এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here