আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র,তদন্তে পুলিশ

0
118

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্র। মৃতের নাম দেবদূত সরদার(১৭)।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বাহিরসোনা এলাকার উত্তর কুলতলি গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ক্যানিংয়ের ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র দেবদূত। এদিন তার বাড়ির লোকজন সামান্য বকাঝকা করেছিল।অভিমানে আত্মঘাতী হওয়ার জন্য পরিবারের সকলের অলক্ষ্যে গলায় দড়ি দেয়।পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্র কে মৃত বলে ঘোষণা করেন।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে গোটা গ্রামের মানুষজন শোকে মূহ্যমান হয়ে পড়ে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here