আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল কাঠের গোলা

0
124

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মধ্যরাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল জয়নগরের একটি কাঠের গোলা। অভিযোগ, মদ্যপ অবস্থায় এলাকারই কয়েকজন যুবক আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়েই মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং ঘটনা তদন্ত শুরু করে।
জয়নগর থানার অন্তর্গত হরিনারায়নপুর অঞ্চলের রামচন্দ্রপুর পাঁচঘড়া গ্রামের বাসিন্দা অশোক নস্করের কাঠের গোলা ভোর তিনটে নাগাদ দাউদাউ করে জ্বলতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই গোলার মালিকদের খবর দিলে এলাকার মানুষের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাঠের গোলায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এলাকারই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় পরিকল্পনা করেই কাঠের গোলায় আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে জয়নগর থানার পুলিশ এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করে। তবে কাঠের গোলার মালিক অশোক নস্কর হরিনারায়নপুর অঞ্চলের বানেশ্বরপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। প্রশ্ন উঠছে নির্বাচনের আগে বিরোধী দল আগুন লাগিয়ে দিল না তো ? যদিও জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে দোষী ব্যক্তিদের ধরার চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here