আইপিএলের সব রেকর্ড ভেঙে দিল যে ম্যাচ

0
118

চার-ছক্কার বৃষ্টি। পয়সা উশুল ম্যাচ। এক ম্যাচ একাধিক রেকর্ড। হায়দরাবাদ যেমন সর্বাধিক রান করে আইপিএলে। তেমনই এক ম্যাচে সবচেয়ে বেশি রান হয় মুম্বইয়ের রান তাড়ার পর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ১৭৫ রানের অনবদ্য ইনিংসে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। সেই রেকর্ড ভেঙে সানরাইজার্স তোলে ২৭৭ রান। জবাবে মুম্বই ২৪৬ রান তোলায় মোট রান হয় ৫২৩। যা টি২০তে মোট এক ম্যাচের রানে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০১০ সালে চেন্নাই–রাজস্থান ম্যাচে ৪৬৯ রান। এক টি২০ ম্যাচে হয় ৩৭ ছক্কা। যা এক ম্যাচে সর্বোচ্চ। চার হয় ৩১টি। এই ম্যাচেই দর্শকরা ১৬ বলে অভিষেক শর্মার, ১৮ বলে ট্রাভিস হেডের, ২৩ বলে হেনরিখ ক্লাসেনের ও ২৪ বলে তিলক বার্মার হাফসেঞ্চুরি দেখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here