সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: সমগ্র রাজ্যজুড়ে সোমবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা।ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা এই মাধ্যমিক।সোমবার মাধ্যমিক পরীক্ষার বিষয় হল বাংলা। জীবনের বড় পরীক্ষা দিতে জয়নগর থানার অন্তর্গত শ্যামনগর গোবিন্দপুর মানিক চাঁদ বিদ্যানিকেতন হাইস্কুল এর ছাত্রী সামিনা লস্কর তার পরীক্ষা কেন্দ্র নবীনচাঁদ হাইস্কুলে পৌঁছে গিয়েছিল।সেখানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জানতে পারে অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে।পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীকে ঢুকতে বাধা দেওয়া হয়।পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।এমন ঘটনায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আসরে নামেন জয়নগর থানার ধোসা ফাঁড়ির পুলিশ। পুলিশের উদ্যোগে ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এদিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে জয়নগর থানার অন্তর্গত ধোসা ফাঁড়ির এসআই প্রণব মন্ডলের নির্দেশে দুই সিভিক ভলেন্টিয়ার ওই ছাত্রীর বাড়ি শ্যামনগর গ্রামে পৌঁছায়।আধ ঘন্টার মধ্যে সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীর কাছে পৌঁছে দেয়। পুলিশের এমন মানবিক ভূমিকায় খুশি ওই ছাত্রী সহ তার পরিবার।
পরীক্ষার্থী সামিনার কথায়,অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিলাম। সময় হাতে ছিল না। পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ড দেখাতে না পারায় প্রবেশে বাধা দিয়েছিলেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারীকগণ। বিষয় টি পুলিশ প্রশাসন কে জানালে সমাধান হয়।পুলিশের উদ্যোগে পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে। পুলিশ কে অসংখ্য ধন্যবাদ।