অবিশ্বাস্য, অতিমানবীয় ব্যাটিং হায়দরাবাদের, রেকর্ডের পর রেকর্ড

0
115

অবিশ্বাস্য সব রূপকথার ব্যাটিংই যেন এবার উপহার দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। তাতেই হেলায় হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টসকে। লখনউয়ের ৪ উইকেটে ১৬৫ রানের জবাবে ১০ ওভার শেষের আগেই ১০ উইকেটেই ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ। একাধিক রেকর্ডও হয় তাতে। টি২০ ক্রিকেটে ১০ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে একশর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি ৬২ বল হাতে রেখে জয়ের রেকর্ডও এখন হায়দরাবাদের। ২০২২ এ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১৬ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি ক্যাপিটালসের ৫৭ বল হাতে রেখে জয় ছিল আগের রেকর্ড।  পাওয়ার প্লেতে হায়দরাবাদ তোলে ১০৭ রান। আইপিএলে প্রথম ৬ ওভারে যা দ্বিতীয় সর্বোচ্চ। এবারই সর্বোচ্চ ১২৫ রান তুলেছিল তারা দিল্লির বিপক্ষে। হায়দরাবাদের এবারের ইনিংসে ছক্কা ১৪টি, চার ১৬টি। অর্থাৎ ১৪৮ রানই আসে বাউন্ডারি থেকে, স্রেফ ৩০ বলে। আইপিএলের ম্যাচে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের নজিরে প্রথম তিনটিই এখন হায়দরাবাদের নামে। সৌজন্যে ওপেনিং জুটি ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ট্রাভিস হেড ৩০ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংসে ফিফটি ছুঁয়েছেন ১৬ বলে। ২০ বলের কমে এটি তাঁর তৃতীয় ফিফটি। অভিষেক শর্মা অপরাজিত থাকেন ২৮ বলে ৭৫ রানে। ফিফটি করেছেন ১৯ বলে। এই আইপিএলে এখনও পর্যন্ত ১১ ইনিংসে ২০১.৮৯ স্ট্রাইক রেটে হেডের রান এখন ৫৩৩। চারটি ফিফটির পাশে সেঞ্চুরি আছে একটি। ১২ ইনিংসে ২০৫.৬৪ স্ট্রাইক রেটে অভিষেকের রান ৪০১।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here