Monday, December 23, 2024
spot_img

অপেক্ষার অবসান। ছয়টি ভাষায় মুক্তি পাবে “দরদ”। প্রকাশ্যে সুপারস্টার সাকিব খান এর ” দরদ” এর ফার্স্টলুক পোস্টার।

অপেক্ষার অবসান। মুক্তি পেল সুপারস্টার সাকিব খান এর আগামী ছবি “দরদ” (DARD) এর ফার্স্ট লুক। ছ্যটি ভাষায় মুক্তি পাবে এই ছবি৷ বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কানাডা ভাষায় মুক্তি পাবে এই ছবি। রক্তে মাখা কমার্সিয়াল লুকে ধরা পরলো ফার্স্ট লুক। সাকিব খান এর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোনাল চৌহান কে। এই প্রথম একসাথে জুটিতে দেখা যাবে সুপারস্টার সাকিব খান ও সোনাল চৌহান কে। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অনন্য মামুন। ছবিটি মুক্তি পাবে “এস কে মুভিজ,অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট, কিব্রিয়া ফিল্মস” এর ব্যানারে।

ছবিতে আরো মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, অলোক জেইন, সাফা প্রমুখ। ছবিতে দুলু মিয়া চরিত্রে দেখা সুপারস্টার সাকিব খান কে। অন্যদিকে অভিনেত্রী সোনাল চৌহান কে দেখা যাবে শেফালী চরিত্রে। ছবির শ্যুটিং হয়েছে বেনারসে।

বেনারস শহরে হঠাৎ করে শুরু হয় কিছু খুন। শহরে নামীদামী বেশ কিছু মানুষের পরপর খুন হয়ে যায়। শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক। এবারে গল্প মোড় নেবে কোন দিকে! এই সব কিছু নিয়ে ছবি “দরদ”। ছবির মিউজিক করছেন আরফাত মেহমুদ। চলতি বছরে বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles